নোটারি অনুবাদ হোম ডেলিভারি সেবা
নোটারি বা সত্যায়ন আমাদের দৈনিন্দন জীবনে নানা প্রকারের দলিল-দস্তাবেজ এর ক্ষেত্রে প্রয়োজন হয়। আর এ কাজ করা হয় নোটারি পাবলিকের মাধ্যমে। জমিজমা-সংক্রান্ত দলিল-দস্তাবেজ, যেকোনো হলফনামা, অঙ্গীকারনামা, বিয়ে, বিবাহবিচ্ছেদ, গাড়ি বেচাকেনা, শিক্ষাগত যোগ্যতার সনদ, চারিত্রিক সনদ, জন্ম-মৃত্যুর সনদ, বিদেশে ইমিগ্রেশনের সব কাগজপত্র, বিদেশে নাগরিকত্বের জন্য আবেদন প্রভৃতি বিষয় নোটারি পাবলিক দিয়ে সত্যায়িত করা বাধ্যতামূলক। বিদেশে যাওয়ার ক্ষেত্রে এই সত্যায়িত করা বাধ্যতামূলক। অনেক সময় বিদেশি ভাষা থেকে অনুবাদ কিংবা বাংলা থেকে বিদেশি ভাষায় অনুবাদ সত্যায়নের প্রয়োজন পড়ে। এ ছাড়া পেমেন্ট অথবা ডিমান্ডের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করতে, চার্টার পার্টি এবং অন্যান্য বাণিজ্যিক দলিলপত্র তৈরিতে নোটারি করতে হয়।
কিন্তু দৈনন্দিন নিজেদের অন্যান্য কাজের ব্যস্ততার মাঝে কিংবা দূরবর্তী হওয়ায় নোটারি পাবলিক কিংবা অনুবাদক খোঁজা অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। তাই এই সমস্যার সমাধানে গ্রাহকের জীবনকে আরো সহজ করা জন্য লাইসেন্স সেবা নিয়ে এসেছে আমাদের অন্যান্য হোম ডেলিভারি সেবার মতো আমাদের পার্টনার নোটারি পাবলিক আইনজীবীর মাধ্যমে নোটারি ও সাথে অনুবাদের হোম ডেলিভারি সেবা। যেসকল ডকুমেন্টস এর ক্ষেত্রে উপস্থিতির প্রয়োজন নেই সেগুলঘরে বসেই করে নিতে পারবেন নোটারি।
LicenseSheba.com নিন্মোক্ত লাইসেন্স গ্রহণে উদ্যোক্তাদের পরামর্শ ও সহায়তা প্রদান করে-
-নোটারী পাব্লিক উক্ত সেবা ছাড়াও আপনার ব্যক্তিগত কিংবা ব্যবসায়ের উপযোগী অন্য যেকোন নোটারি অনুবাদ সংক্রান্ত পরামর্শের প্রয়োজনে আমাদের সাথে লাইভ চ্যাট বা হোয়াটসঅ্যাপ হটলাইনে কথা বলতে পারেন। ——- Notary Translation Home Delivery ServiceIn our daily life for various types of deeds and documents, Notary or Attestation is necessary. And this work is done through the licensed Notary Public. Documents related to land, any affidavit, agreement, marriage, divorce, car sale, educational qualification certificate, character certificate, birth-death certificate, all immigration documents of abroad, application for citizenship to abroad etc. are mandatory to be attested by a notary public. This attestation is mandatory for going abroad. Sometimes translations from foreign languages or translations from Bengali to foreign languages need to be verified. Apart from this, to strengthen security in case of payment or demand, charter parties and other commercial documents are notarized. But finding a notary public or a translator is very difficult due to being busy with other daily tasks or not finding proper one. So, to solve this problem, LicenseSheba.com have brought notary and translation services to make life easier for the customer, like our other home delivery services notary and translation service are also being delivered to the customer at home through our registered licensed Partner Notary Public Lawyer. The notary home delivery can possibly for the documents that don’t require presence in the office of notary public. Our Partners provide the following Notary Public services in Bangladesh, viz.
Apart from this service, you can talk to us on WhatsApp Hotline or live chat for any other notary and translation consultation related to your personal or business needs. |